উত্তরায় বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের মানসিক সহায়তায় অদম্য রবিউল

রবিউল হাসান বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ট্রেইনি সাইকোলজিস্ট হিসেবে যুক্ত আছেন। তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা করেছেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতরভাবে দগ্ধ ও ক্ষতিগ্রস্ত শিশু ও ব্যক্তিবর্গ বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। এর বাইরে অনেকেই আতঙ্কিত হয়ে ট্রমার মধ্যে আছেন। তাদের মানসিক পুনর্বাসনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উদ্যোগে চালু হয়েছে একটি বিশেষ মনোসামাজিক সহায়তা কার্যক্রম। এখানে ৪৮ জন সাইকোলজিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পালাক্রমে সেবা প্রদান করছেন। এই ৪৮ জনের মধ্যে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী রবিউল হাসান অন্যতম।

এই উদ্যোগে শিশুদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে গঠন করা হয়েছে অভিজ্ঞ সাইকোলজিস্টদের একটি দল। এ দলে সক্রিয়ভাবে যুক্ত আছেন ‘লেটস টক মেন্টাল হেলথ’-এর পক্ষে রবিউল হাসান। প্রতিটি শিশুর পাশাপাশি তাদের পরিবারকেও ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং, সহানুভূতিশীল মানসিক মূল্যায়ন এবং প্রয়োজনীয় মনোবৈজ্ঞানিক সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

রবিউল হাসান বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ট্রেইনি সাইকোলজিস্ট হিসেবে যুক্ত আছেন। তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা করেছেন।

এই কার্যক্রমের লক্ষ্য শুধুমাত্র মানসিক চিকিৎসা নয়-শিশুদের মাঝে নতুন করে আত্মবিশ্বাস সৃষ্টি করা, ভয় কাটিয়ে ওঠার সাহস জোগানো, এবং তাদের শিক্ষা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়া। এ উদ্যোগ একদিকে যেমন মানবিক, অন্যদিকে শিশুদের ভবিষ্যতের প্রতি একটি সুদূরপ্রসারী বিনিয়োগ।

রবিউল হাসান বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও ক্ষতিগ্রস্ত শিশুসহ শিক্ষক, কর্মচারীদের কাউন্সেলিং দিতে পেরে এক ভিন্নরকম অভিজ্ঞতার মুখোমুখি হলাম। তাদের চোখে এখনো ভয়, মনে প্রশ্ন, শরীরে যন্ত্রণার দাগ— তবুও সেই ছোট ছোট মুখগুলোতে জীবনের জন্য এক অসম্ভব শক্তি দেখেছি। কাউন্সেলিং সেশনের সময় ওরা ধীরে ধীরে খুলে বলেছে নিজেদের কথা, আঁকিয়েছে তাদের মনের ছবি, আর আমি চেষ্টা করেছি একটু আশার আলো দেখাতে। আমি শুধু কাউন্সেলিং করিনি, আমি নিজেও শিখেছি সহানুভূতির, সহনশীলতার, জীবনের প্রতি অন্যরকম এক ভালোবাসার পাঠ।