উত্তরায় বিমান বিধ্বস্ত
পোড়া রোগীর সেবা ও পুষ্টি ব্যবস্থাপনা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সারা দেশে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এমতাবস্থায় আগুনে পোড়া রোগীদের সেবা ও পুষ্টি পরামর্শ দিয়েছেন ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পাওয়া চিকিৎসক মাসুদ রানা। বর্তমানে তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত। পোড়া রোগীর সেবা ও পুষ্টি বিষয়ে বিস্তারিত পড়ুন তাঁর লেখায়।
পুড়ে যাওয়ার রোগীদের নিরাময় ও জটিলতা এড়াতে বিশেষ পুষ্টি সহায়তা ও সেবা প্রয়োজন হয়। পোড়া রোগীদের টিস্যু মেরামত ও পুনরুদ্ধারের জন্য উচ্চ ক্যালরি ও উচ্চ প্রোটিনযুক্ত খাবার প্রয়োজন হয়। একই সঙ্গে ভিটামিন ও খনিজ পদার্থ প্রয়োজন হয়। পোড়া রোগীদের ত্বকের যত্ন, সংক্রমণ নিয়ন্ত্রণ, ব্যথা নিরাময়, প্রয়োজনে স্কিন গ্রাফটিংয়ের মতো অস্ত্রোপচার করা লাগতে পারে।
আগুনে পোড়া রোগীর সেবা— হাসপাতালে যত্ন:
• পোড়া রোগীরা দ্রুত ডিহাইড্রেট হয়। সে জন্য আইভি ফ্লুইড দিতে হয়
• ব্যথানাশক ওষুধ দিতে হয়
• ইনফেকশন প্রতিরোধে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয়
• পোড়া অংশে ড্রেসিং করাতে হয়
• প্রয়োজনে স্কিন গ্রাফটিং করা লাগতে পারে।
ক্ষতের চিকিৎসা:
পোড়া জায়গা ভালো করে পরিষ্কার করতে হয়। মৃত টিস্যু অপসারণ এবং ক্ষত নিরাময়ের জন্য নিয়মিত ড্রেসিং করতে হয়।
সংক্রমণ নিয়ন্ত্রণ:
পোড়া ক্ষত সংক্রমণের জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই সংক্রমণ প্রতিরোধে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়।
ব্যথা নিরাময়:
পোড়া রোগীর ব্যথা নিরাময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যথা নিরাময়ে ব্যথানাশক ওষুধ ব্যবহার করতে হবে।
স্কিন গ্রাফটিং:
গভীর ক্ষত নিরাময়ের জন্য বার্ন প্লাস্টিক সার্জন স্কিন গ্রাফটিং নামক অপারেশন করে থাকেন। সে ক্ষেত্রে রোগীর শরীরের অন্য অংশ থেকে ত্বক বা ডোনার গ্রাফটিং ব্যবহার করা হয়।
পুনর্বাসন:
এ পর্যায়ে ফিজিওথেরাপি এবং অন্যান্য থেরাপি প্রদান করা দরকার হয়। এটা রোগীদের শারীরিক শক্তি ও কার্যকারিতা ফিরে পেতে সাহায্য করে।
পুড়ে যাওয়া রোগীদের পুষ্টি ব্যবস্থাপনা:
পোড়া রোগীদের শরীরে অনেক বেশি ক্যালরি ও প্রোটিনযুক্ত খাবার প্রয়োজন হয়। অল্প অল্প করে বারে বারে উচ্চ ক্যালরি ও প্রোটিনযুক্ত খাবার যেমন দুধ, ডিম, মাছ, মাংস, ডাল, বাদাম, ছোলা, সুজি, ফলের রস ইত্যাদি দিতে হবে।
ভিটামিন ও মিনারেল:
ভিটামিন সি-ক্ষত সারাতে সাহায্য করে। যেমন লেবু, আমলকী, কমলা ইত্যাদিতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়।
ভিটামিন এ-ত্বক পুনর্গঠনে সহায়তা করে। যেমন গাজর, পেঁপে, কলাতে ভিটামিন এ পাওয়া যায়।
জিংক ও আয়রন:
ঘা সারাতে দরকারি হলো জিংক ও আয়রন। যেমন ডিম, মাছ, বাদাম ইত্যাদিতে পাওয়া যায়।
প্রচুর পানি পান করা:
পোড়া রোগীকে বারবার পানি খাওয়াতে হবে। প্রয়োজনে ওরাল স্যালাইন দেওয়া যাবে।
মানসিক সাপোর্ট:
পোড়া রোগীরা মানসিক ট্রমা বা মানসিক চাপের মধ্যে থাকে। তাই তাদের কাউন্সেলিং দরকার হয়। পরিবার ও বন্ধুবান্ধবদের সমর্থন জরুরি।