মানসিক স্বাস্থ্য
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের আচরণ যেমন হওয়া গুরুত্বপূর্ণ
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৪ সালের ২৮ অক্টোবরি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া ‘শিশু–কিশোরদের মানসিক বিকাশে শিক্ষকদের ভূমিকা’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতি আচরণ প্রসঙ্গে ডা. মো. জোবায়ের মিয়া বলেন, ‘যখন একজন শিক্ষার্থী শিশু থাকে তখন পরামর্শ, উপদেশ কিংবা অনুশাসনের মাধ্যমে শিক্ষকেরা তাকে নিয়মানুবর্তিতার শিক্ষাটা দিতে পারেন। কিন্তু কৈশোরে পৌঁছানো শিক্ষার্থীর প্রতি শিক্ষকের আচরণ যদি কর্তৃত্বপরায়ণ হয়, কিংবা শুধু শাসনের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে হিতে বিপরীত হবে। কারণ, এ সময় কিশোর–কিশোরীর ব্যক্তিত্বের ধারণা গড়ে ওঠে। প্রতিটি বিষয়ে তাদের মত প্রকাশের প্রবণতা লক্ষ করা যায়। এ ক্ষেত্রে শিক্ষকেরা যদি কিশোর–কিশোরীদের মতামত প্রকাশের সুযোগ দেন, তাদের কথাগুলো ধৈর্য্যসহকারে শোনেন, তাহলে ভালো ফল আসবে। কিশোর–কিশোরীদের মানসিক বিকাশ ইতিবাচক প্রক্রিয়ায় সম্পাদিত হবে। আমি যে মেডিকেল কলেজে শিক্ষকতা করছি, সেখানে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, সিলেবাস নির্ধারণের সময় শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়। প্রতিটি কলেজ–বিশ্ববিদ্যালয়েও এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রতিটি ক্ষেত্রে শিক্ষক–শিক্ষার্থীর সমন্বয়ে অংশগ্রহণমূলক শিক্ষার চর্চা করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকশিত হবে।’