প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ জানুয়ারি প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘সন্তানের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কি সচেতন’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। সভাটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা। উক্ত সভার আলোচনা থেকে একটি প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।
প্রশ্ন: সন্তানের সঙ্গে অভিভাবকের আচরণ কী রকম হবে?
ডা. সরদার আতিক: অভিভাবকেরা সন্তানকে সাদাকে সাদা, কালোকে কালো বলা শেখাবেন। সন্তানের সামনে মিথ্যাচার করবেন না। মা–বাবাকে সন্তানের প্রতি মনোযোগী হতে হবে। সন্তান তার অনুভূতিগুলো, যেমন আনন্দ–বেদনা, হাসি–কান্না, রাগ ঠিকমত প্রকাশ করতে পারছে কি না, সেটি মা–বাবাকে খেয়াল করতে হবে। সন্তান জন্ম দেওয়াটাই মুখ্য বিষয় নয়। মা–বাবা হয়ে উঠতে হলে এই বিষয়গুলো সব সময় আমাদের মনে রাখতে হবে। সন্তানের সঠিক চাওয়াটা মা–বাবা পূরণ করবেন।