‘প্রযুক্তি আসক্তির ফলে কিশোর–কিশোরীরা বাস্তব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে’

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় (বাঁ থেকে) ডা. ফারজানা রহমান, ডা. মোহিত কামাল, ডা. সরদার আতিক ও ডা. রাহেনুল ইসলাম। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গত ২০ মে ২০২৩ তরিখে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো

পরামর্শ সভায় অংশ নিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান বলেন, ‘আমাদের সন্তানদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখার মতো কোনো ব্যবস্থা আমরা রাখছি না৷ তরুণ–তরুণীদের পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিরসর দিন দিন সংকুচিত হচ্ছে৷ ঢাকা শহরের কথা চিন্তা করুন, এই শহরে পর্যাপ্ত  খেলার মাঠ নেই ফলে তরুণরা সহজেই  ইন্টারনেটে সময় কাটাচ্ছে৷ এটা এক সময় তাদের মধ্যে আসক্তি তৈরি করে৷ প্রযুক্তি আসক্তির ফলে কিশোর–কিশোরীরা  বাস্তব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এতে তাদের মানসিক এবং শারীরিক দুই ধরনের সমস্যাই হচ্ছে৷’