‘শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণের সব থেকে বেশি সুযোগ পায় শিক্ষকেরা’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৮ মে ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন (১৭২ তম) মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া ‘মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা’ এই বিষয়ের উপর আলোচনা করেন।
মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ে ডা. জোবায়ের মিয়া বলেন, গবেষণার তথ্য মতে দেশ ও দেশের বাইরে ষাট শতাংশ মাদকাসক্তের বয়স ১৫ থেকে ৩০ এর মধ্যে। এই তথ্য থেকে সহজেই বোঝা যায় শিক্ষর্থীদের মধ্যে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে। আমাদের সন্তানেরা কিন্তু দিনের একটা গুরুত্বপূর্ণ সময় শিক্ষপ্রতিষ্ঠানে অবস্থান করে। শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণের সব থেকে বেশি সুযোগ পায় শিক্ষকেরা। শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, পড়াশোনার প্রতি আগ্রহ এই বিষয়গুলো কিন্তু শিক্ষকেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেখে থাকেন। কোন শিক্ষার্থী যদি পড়াশোনায় খারাপ করে, কিংবা ক্লাসে অনুপস্থিত থাকে সেক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব হচ্ছে সেই শিক্ষার্থীর সঙ্গে একান্তে আলাপ–আলোচনার মাধ্যমে সম্ভব্য কারনগুলো খুঁজে বের করা। সেই শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে শিক্ষকদের নিয়মিত যোগযোগ রাখতে হবে এবং বিষয়টি অবহিত করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো অনুধাবনের জন্য প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে একটি পৃথক সেল থাকতে পারে।