প্যারেন্টিং
‘গণতান্ত্রিক প্যারেন্টিংয়ে মা–বাবা সন্তানের মৌলিক ও মানসিক চাহিদা পূরণ করবে’
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ নভেম্বর ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. মোহিত কামাল, ‘গণতান্ত্রিক প্যারেন্টিং কী ও কেমন’ এই বিষয়ের ওপর আলোচনা করেন। মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
পরামর্শ সভায় সন্তানের সঙ্গে পরিবারের আচরণ কীরকম হবে তার ওপর সন্তানের ব্যক্তিতের ধরণ গড়ে ওঠে উল্লেখ করে ডা. মোহিত কামাল বলেন, গণতান্ত্রিক প্যারেন্টিংয়ের ক্ষেত্রে মা–বাবা সন্তানদের পরিচর্যা করবে, নিরাপত্তা দেবে। সন্তানের মৌলিক ও মানসিক চাহিদা পূরণ করবে, সন্তানের প্রশ্নের যথাযথ উত্তর দেবে, সন্তানকে স্বাধীনতা দেবে কিন্তু এর একটা নির্দিষ্ট সীমা থাকবে। গণতান্ত্রিক প্যারেন্টিংয়ে মা–বাবা যেমন সন্তানের ব্যক্তিত্বকে গুরুত্ব দেন তেমনিভাবে তারা আলাপ আলোচনার মাধ্যমে সন্তানকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিয়ে থাকেন।