‘সন্তানের ব্যক্তিস্বাধীনতার ধারণা কিশোর বয়সে দেখা দেয়’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২১ আগস্ট প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘মাদকাসক্তি কিশোর–কিশোরীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে’—এই বিষয়ের ওপর আলোচনা করেন।মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

কিশোর–কিশোরীদের মানসিক গঠন প্রসঙ্গে ডা. সরদার আতিক বলেন, শিশু–কিশোরদের বয়সকে আমরা সাধারণত তিনটি পর্বে—প্রাথমিক পর্ব (১১ থেকে ১৪ বছর), মধ্যম পর্ব (১৫ থেকে ১৭ বছর), পূর্ণ পর্ব (১৮ থেকে ২১ বছর) ভাগ করে থাকি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শিশুর বয়স কাঠামোকে ১৮ বছরের নিচে ধরা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশু–কিশোরদের মানসিক গঠনের পরিবর্তনটা সবার চোখে ধরা পড়ে। কিশোর বয়সে এসে সন্তানেরা কিন্তু পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সময়ে তার নতুন বন্ধু তৈরি হয়। পরিবারের বাইরে তার মত প্রকাশের জায়গা গড়ে ওঠে। এই পরিবর্তনটা স্বাভাবিক। সন্তানের ব্যক্তিস্বাধীনতার ধারণা কিশোর বয়সে দেখা দেয়। কিশোর–কিশোরী তার প্রয়োজনের কথাটা পরিবারকে বলতে শুরু করে।