‘মানসিক চাপ থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে শ্বাসের ব্যায়াম করা’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৭ এপ্রিল ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন (১৬৪ তম) মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘মানসিক চাপ সামলাবেন কীভাবে’ এই বিষয়ের উপর আলোচনা করেন।

দুঃচিন্তা ও চিন্তার মধ্যে সুক্ষ পার্থক্য রয়েছে উল্লেখ করে ডা. সরদার আতিক বলেন, দুশ্চিন্তা হচ্ছে  যা চিন্তা করলে কোন ফল আসবে না। আর চিন্তা হচ্ছে পরিচ্ছন্ন একটি বিষয়। আমি ভবিষ্যতে কী করব তা ঠিক করে ফেলা। মানসিক চাপ থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে শ্বাসের ব্যায়াম করা। মানসিক চাপে পড়লে  চার  সেকেন্ড ধরে লম্বা শ্বাস নিতে হবে। চার সেকেন্ড ধরে বুকে শ্বাস আটকে রাখতে হবে । এর পর চার সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দিতে হবে। মানসিক চাপ থেকে মুক্তির আর একটি উপায় হচ্ছে শবাসন করা। এক্ষেত্রে বালিশ ছাড়া নিস্তেজ হয় শুয়ে পড়তে হবে। এভাবে পাঁচ থেকে দশ মিনিট শুয়ে থাকুন মানসিক চাপ কমবে।