‘কাগজে পত্রিকা আর বই পড়ার পুরোনো অভ্যাস ফিরিয়ে আনতে হবে’

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় (বাঁ থেকে) ডা. ফারজানা রহমান, ডা. মোহিত কামাল, ডা. সরদার আতিক ও ডা. রাহেনুল ইসলাম। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২০ মে ২০২৩ শনিবার প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্ট আয়োজিত এ সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।

পরামর্শ সভায় অংশ নিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান বলেন, ‘প্রযুক্তিতে আসক্তির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিশোর–কিশোরীরা। প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার মানসিকভাবে কিশোরদের অস্থির ও অধৈর্য করে তোলে। ক্লাসে অমনোযোগিতা, পড়াশোনায় খারাপ করাসহ বিভিন্ন অসামাজিক কাজে প্রযুক্তিতে আসক্ত কিশোরেরা যুক্ত হচ্ছে।বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে প্রযুক্তিতে দক্ষ হতেই হবে। কিন্তু প্রযুক্তির অপরিমিত ব্যবহার আমাদের রোধ করতে হবে। কাগজে পত্রিকা আর বই পড়ার পুরোনো অভ্যাস ফিরিয়ে আনতে হবে।’