প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২৬ নভেম্বর ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘কিশোর–কিশোরীরা কী কারণে বিষণ্নতায় ভোগে?’ —এই বিষয়ের ওপর আলোচনা করেন। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
পরামর্শ সভায় ডা. সরদার আতিক বিষণ্নতা প্রসঙ্গে বলেন,মন খারাপ ও বিষণ্নতায় ভোগা দুটি পৃথক বিষয়। কোনো কিছু হারানোর ভয় থেকে বিষণ্নতা সৃষ্টি হতে পারে। আমাদের প্রতিদিনের বিচ্ছিন্নতা ও অপ্রাপ্তি থেকেও মন খারাপ হতে পারে। এ ধরনের মন খারাপ সাধারণত দীর্ঘস্থায়ী হয় না। প্রাত্যহিক জীবনযাপনের চক্রে এটি আপনা–আপনি ঠিক হয়। কিন্তু বিচ্ছিন্নতা ও অপ্রাপ্তি থেকে সৃষ্ট মন খারাপ যদি টানা দুই সপ্তাহ চলতে থাকে তাহলে এটি বিষণ্নতার লক্ষণ হিসেবে বিবেচনা করতে হবে।