মানসিকভাবে সুস্থ থাকতে হলে প্রকৃত মানব সংযোগের বিকল্প নেই

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় (বাঁ থেকে) ডা. ফারজানা রহমান, ডা. মোহিত কামাল, ডা. সরদার আতিক ও ডা. রাহেনুল ইসলাম।রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গত ২০ মে ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্ট আয়োজিত এ সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।

পরামর্শ সভায় অংশ নিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান বলেন, মানুষ সাধারণত সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের আনন্দ লাভ করে। প্রযুক্তির ওপর ক্রমবর্ধমান নির্ভরতায় আমাদের সামাজিক জীবন হুমকির মুখে পড়েছে। আমাদের মনে রাখতে হবে সামাজিক মিথস্ক্রিয়া মস্তিষ্কের মূল অঞ্চলকে সক্রিয় করতে পারে। ডিজিটাল মিথস্ক্রিয়ায় তা কিন্তু সক্রিয় হয় না। মানসিকভাবে সুস্থ থাকতে হলে প্রকৃত মানব সংযোগের  বিকল্প নেই।