‘শারীরিক ও মানসিক উভয়ক্ষেত্রেই প্রযুক্তির নেতিবাচক প্রভাব বেশ তীব্র’

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে গত ২০ মে ২০২৩ তারিখে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো

পরামর্শ সভায় অংশ নিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা.ফারজানা রহমান বলেন, ‘বর্তমান সময়ে অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত সক্রিয় থাকেন। বন্ধুরা কে কোথায় কী করছে তা দেখছেন নিয়মিত মন্তব্য করছেন। কিন্তু পরিবারের সদস্যদের খোঁজখবর ঠিকমত নিচ্ছেন না। সামাজিক মাধ্যমে বেশি সময় দিতে গিয়ে কাছের মানুষদের সঙ্গে অনেকে ঠিকমত কথা বলতে ভুলে যাচ্ছেন। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে বাড়ছে অভিমান, ভুল বুঝাবুঝি। আমাদেরকে বাস্তব জীবন এবং নেট দুনিয়ার সঙ্গে একটি সুস্থ ভারসাম্যপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে শারীরিক ও মানসিক উভয়ক্ষেত্রেই প্রযুক্তির নেতিবাচক প্রভাব বেশ তীব্র।’