বন্ধুত্বের সম্পর্ক একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ

মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মেখলা সরকার। গত ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সেমিনার কক্ষে।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। গত ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সেমিনার কক্ষে কর্মশালাটি আয়োজন করা হয়। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ কর্মশালাটির আয়োজন করে। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক মেখলা সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম হোসেন।

কর্মশালায় মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বন্ধু ও পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করেন মো. সেলিম হোসেন। তিনি বলেন, ‘বন্ধুত্বের সম্পর্ক একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ। ভালো বন্ধুরা সব সময় শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকতে আপনাকে সহায়তা করবে। তেমনি পরিবারও আমাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’