‘নিয়মানুবর্তিতার শিক্ষাটা শিশু–কিশোরেরা শিক্ষকদের কাছ থেকেই শিখে থাকে’

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ বছরের (২০২৪) ২৮ অক্টোবর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া ‘শিশু–কিশোরদের মানসিক বিকাশে শিক্ষকদের ভূমিকা’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

পরামর্শ সভায় শিশু–কিশোরদের মানসিক বিকাশে শিক্ষকদের ভূমিকা প্রসঙ্গে ডা. মো.জোবায়ের মিয়া বলেন, ‘শিশু–কিশোরেরাই আমাদের ভবিষ্যৎ। নিয়মানুবর্তিতার শিক্ষাটা শিশু–কিশোরেরা শিক্ষকদের কাছ থেকেই শিখে থাকে। মা–বাবা যখন একজন শিশুকে বিদ্যালয়ে পাঠান, তখন কিন্তু তারা অনেকটা নির্ভার থাকেন। তাঁরা মনে করেন, বিদ্যালয়ে থাকার সময় আমার সন্তানটি শিক্ষকদের সাহচর্যে থাকবেন। তার সময়টা ভালো কাটবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। যেসব শিক্ষার্থী ক্লাসে ঠিকমতো মনোযোগ ধরে রাখতে পারছে না, পড়াশোনায় ভালো করতে পারছে না, তাদের প্রতি শিক্ষকদের মনোযোগী হতে হবে। শিক্ষকেরা তাদেরকে বেশি সময় দেবেন। আন্তরিকভাবে শিক্ষার্থীর না বলা কথাগুলো বুঝতে চেষ্টা করবেন।’