'সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়' শীর্ষক পরামর্শ সভা

সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়

প্রথম আলো ট্রাস্টের যে কার্যক্রমগুলো আছে তার মধ্যে অন্যতম হলো মাদকবিরোধী আন্দোলন। এই কার্যক্রমের আওতায় নিয়মিতভাবে মাদকবিরোধী ও মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভার আয়োজন করা হয়ে থাকে। সভায় মাদকের বিরুদ্ধে সচেতনতা, মাদকের কুফল, মাদক থেকে সুস্থ জীবনে ফিরে আসার কৌশলের পাশাপাশি মানসিক স্বাস্থ্যবিষয়ক নানা পরামর্শ প্রদান করা হয়। পরামর্শ প্রদান করেন অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিদেরা।

এই কার্যক্রমের আওতায় আগামী ২ আগস্ট ২০২৫, শনিবার বিকেল ৪টায় ১৭১তম পরামর্শ সহায়তা সভার আয়োজন করা হয়েছে। সভায় ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’ বিষয়ের ওপর পরামর্শ দেবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল ও মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার। সভাটি অনুষ্ঠিত হবে ২০-২১ কারওয়ান বাজার, প্রগতি ইন্স্যুরেন্স ভবনের ১০ম তলায়। সঞ্চালনা করবেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।

উক্ত পরামর্শ সভায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করুন নিচের লিংকে: https://tinyurl.com/yck72y9f