‘হামরা বুঝি অভাব কাক কয়’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের মণ্ডলটারীতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। গত মঙ্গলবার সকালে
ছবি: প্রথম আলো

লালমনিরহাট সদর উপজেলার একসময়ের সমৃদ্ধ জনপদ তিস্তাপারের খুনিয়াগাছ ইউনিয়ন। তিস্তার ভাঙনে গত এক যুগে এই ইউনিয়নের অনেকখানি নদীগর্ভে বিলীন হয়েছে। ভিটামাটি হারিয়ে অনেক মানুষ গ্রাম ছেড়েছেন। কেউ হয়েছেন শহরের বস্তির বাসিন্দা। আর যাঁরা সামান্য ভিটার মায়ায় আছেন, তাঁরাও বন্যা আর করোনায় আয়রোজগার কমে যাওয়ায় কঠিন সময় পার করছেন।

ঘর হারিয়ে কালমাটি গ্রামের রাস্তার ধারে টিনের চালা তুলে থাকছেন কেতি বেগম (৪০)। গত মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ নিতে এসে তিনি বলেন, ‘হামরা বুঝি অভাব কাক কয়। এক বেলা খাবার পাই তো, দুই বেলা আধপেটা। তোমারগুলার ইলিপ পায়া খুব উপকার হইল।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত মঙ্গলবার সকালে খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের মণ্ডলটারী জামে মসজিদ প্রাঙ্গণে বন্যা ও করোনায় কর্মহীন হয়ে পড়া এক শ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ নিতে আসা মণ্ডলটারী মহল্লার কপুর উদ্দিন (৬৫) বলেন, তিস্তায় ভিটা ভাঙার পর রাস্তার ধারে টিনের চালা তুলে থাকছেন। করোনা আর বন্যায় পরিবার নিয়ে খুবই কষ্টে দিন কাটছে। তিনি বলেন, ‘একসময় হামার সবকিছু আছিল। হামরা তখন মানুষোক সাহায্য দিছি। তিস্তা সর্বনাশ করিছে, এলা হামার কিছু নাই। এলা হামরায় চায়া খাই।’

মণ্ডলটারী গ্রামের হবিদুল ইসলামেরও (৫০) ভিটা বিলীন হয়েছে তিস্তায়। এখন অন্যের বাড়িতে থাকেন। খেতের কাজ নেই, অন্য কাজও পাচ্ছেন না। তাই দিন কাটছে অভাব আর কষ্টে।

লালমনিরহাটের প্রথম আলো বন্ধুসভার সদস্যদের আয়োজনে এই ত্রাণ কার্যক্রমে অংশ নেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিকা বেগম (লাকী), নারী অধিকার সংগঠক ও সমাজসেবী ফেরদৌসী বেগম (বিউটি), কালমাটি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক রেজাউল আলম মণ্ডল প্রমুখ। ত্রাণ হিসেবে তাঁদের চাল, ডাল, লবণ, তেল ও সাবান দেওয়া হয়।

ফেরদৌসী বেগম বলেন, ‘প্রথম আলো বন্যা ও করোনায় কষ্টে থাকা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত রেখেছে, তা প্রশংসনীয় ও অনুকরণীয়। আমরা এর থেকে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই বোধের চেতনায় উদ্বুদ্ধ হই। এটা কম কথা নয়।’

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন।

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭২০০১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।