সাদত স্মৃতি পল্লীতে শিশু প্রতিভা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস স্মরণে শিশু প্রতিভা প্রতিযোগিতায় আগত শিশুরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস স্মরণে শিশু প্রতিভা প্রতিযোগিতায় আগত শিশুরা।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস স্মরণে শিশু প্রতিভা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় নরসিংদীর রায়পুরার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক। প্রথম আলো ট্রাস্ট - সাদত স্মৃতি পল্লীর 'শিশু বিকাশ কেন্দ্র' কার্যক্রমের আওতায় প্রতিযোগিতায় ৩৪ জন শিশু অংশগ্রহণ করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস স্মরণে শিশু প্রতিভা প্রতিযোগিতায়িত্রাঙ্কন আকা ছবি নিয়ে দেয়াল পত্রিকা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস স্মরণে শিশু প্রতিভা প্রতিযোগিতায়িত্রাঙ্কন আকা ছবি নিয়ে দেয়াল পত্রিকা।

তারা স্থানীয় ৫টি বিদ্যালয়ের ৫-১২ বছরের শিক্ষার্থী। প্রতিযোগিতায় দলীয় সংগীত, নাচ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন বিষয়ে শিশুরা অংশ নেয়। কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে লিমা আক্তার, চিত্রাঙ্কনে প্রথম হয়েছে অর্পা রানী দাস, নৃত্যে প্রথম হয়েছে জেবিন আক্তার এবং দলীয় সংগীতে যুগ্মভাবে প্রথম হয়েছে অর্পা রানী দাস ও জেবিন আক্তারের দল। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে শিশুরা মঞ্চস্থ করে নাটক 'অসমাপ্ত স্বপ্ন'। প্রতিযোগিতা শেষে শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।