সাদত স্মৃতি পল্লীতে দেওয়া হয় কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলো ট্রাস্টের পরিচালনায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রে দেওয়া হয় কম্পিউটার প্রশিক্ষণ। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু হলেও পরবর্তী যেকোনো ক্লাসের শিক্ষার্থীরাই সুযোগ পাচ্ছে কম্পিউটার প্রশিক্ষণে। এখানে কম্পিউটার পরিচালনা, অফিস ম্যানেজমেন্ট, এক্সেল ও গ্রাফিক্সের কাজ শেখানো হয়। প্রাথমিকভাবে তিনটি কম্পিউটার দিয়ে কাজ শুরু হয়। এতে সহযোগিতা করছে এনভয় গ্রুপ। নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লীর অবস্থান।

শিশু বিকাশ কেন্দ্রের নিয়মিত শিক্ষার্থী জোলেখা। তার বাবা একজন বর্গা চাষি। এতে যা আয় হয়, তা দিয়েই চলে তাদের সংসার। সাদত স্মৃতি পল্লী থেকে তার বাড়ি প্রায় পাঁচ কিলোমিটার দূরে। সে কখনো ক্লাস বাদ দেয় না। শিশুবিকাশ কার্যক্রমের শুরু থেকেই সে নিয়মিত ক্লাসে আসে।

জোলেখার মতো আরও কয়েকজন জানাল, স্কুলে কম্পিউটার থাকলেও তাদের কখনো ধরতে দেওয়া হয় না। অথচ আইসিটি ক্লাসে শুধু তাত্ত্বিক (থিওরিটিক্যাল) ধারণা দেওয়া হয়। কম্পিউটার শিখতে পারার সুযোগ পেয়ে তারা খুব খুশি৷ করোনা পরিস্থিতির কারণে শিশু বিকাশ কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।