সাদত স্মৃতি পল্লী লাইব্রেরির পাঠক পুরস্কার পান

নরসিংদীর রায়পুরার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লী প্রকল্পে প্রায় এক হাজার বই সমৃদ্ধ একটি লাইব্রেরি আছে। ৭১ জন নিবন্ধিত সদস্য নিয়মিত বই বাড়িতে নিয়ে পড়েন। পড়া শেষে পুনরায় লাইব্রেরিতে এসে বই জমা দেন। নতুন বই আবার বাড়িতে নিয়ে যান। বইয়ের মধ্যে ধর্মীয় পুস্তক, উপন্যাস, কবিতা, রাজনৈতিক, ঐতিহাসিক, মুক্তিযুদ্ধবিষয়ক, ভাষা আন্দোলনবিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, ভ্রমণবিষয়ক, শিশুতোষ, ছড়া, গল্প, ছবি আঁকাসহ বিভিন্ন বিষয়ের বইয়ের সংগ্রহ আছে।

নিবন্ধনহীন অনেক পাঠক-পাঠিকা এসে বই ও পত্রিকা লাইব্রেরির পাঠাগারে বসে পড়েন। নিবন্ধনকৃত লাইব্রেরির সদস্যদেরকে বই পাঠে উৎসাহিত করার জন্য প্রতিবছর সর্বোচ্চ বই পাঠক তিন জনকে পুরস্কৃত করা হয়। প্রতিদিন পাঠকদের জন্য প্রথম আলো ২ টি সৌজন্য কপি আসে। এছাড়াও প্রতিমাসে ২টি করে ‌কিশোর আলো ও ‌‌‌‌‌বিজ্ঞান চিন্তার সৌজন্য কপি আসে। যা স্থানীয় কিশোর-কিশোরীর কাছে খুব জনপ্রিয়।

এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রতিষ্ঠানটি পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। করোনার কারণে লাইব্রেরি আপাতত বন্ধ আছে।