শিক্ষাবৃত্তি পাচ্ছেন রানা প্লাজায় নিহত ব্যক্তিদের ২০ সন্তান

শিক্ষাবৃত্তি প্রাপ্ত ২০জনের একাংশ। ছবিটি ২০১৯ সালে তোলা।
প্রথম আলো।

২০১৩ সালের ২৪ এপ্রিলে ঘটে যাওয়া শতাব্দীর ভয়াবহতম ভবন বিপর্যয় সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১৩৪ পোশাককর্মী নিহত হন। কেউ হারায় বাবাকে, কেউ হারায় মা কে। পরিবারের উপার্জন করা মানুষটি চলে যাওয়ার পর পরিবারে নেমে আসে ভয়াবহ দুর্যোগ। অভাব অনটনে লেখাপড়া বন্ধ হয়ে যায় অনেকের। এমন সময় তাঁদের পাশে দাঁড়ায় প্রথম আলো। গঠিত হয় মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল। গুরুতর আহত ব্যক্তিদের মধ্য থেকে পুনর্বাসনের জন্য ১০১ জনের প্রত্যেককে দেওয়া হয় ১ লাখ টাকা। এ ছাড়া রানা প্লাজায় নিহত ব্যক্তিদের ২০জনের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। গত আট বছরে এই সহায়তা পেয়ে কেউ কেউ পড়াশোনা করে এগিয়ে গেছেন। এখন তাঁরা স্বপ্ন দেখতে শুরু করেছেন।