বিশেষ দক্ষতা নিজেকে অন্যদের থেকে আলাদা করে

ইমপোর্টেন্স অব এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসের উপর প্রশিক্ষণ কর্মশালা।

সাধারণভাবে বলতে গেলে, যেকোনো কাজ যা বিশেষ কোন গুণের প্রকাশ ঘটায় এবং সরাসরি পড়াশোনার সঙ্গে সম্পর্কিত নয়, তাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। যেমন, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টিমের ক্যাপ্টেন বা তুখোড় বিতার্কিক। এই এক্সট্রা গুন বা দক্ষতাই একজনকে অন্য সবার থেকে অনন্য করে তুলে। শুধু সিজিপিএ হলে হবে না, প্রতিযোগিতায় টিকতে হলে নিজেকে অনন্য করে তুলতে হবে। তাই ব্যক্তি ও চাকরি ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির প্রয়োজনীয়তা অনেক।

অদম্য মেধাবীদের দক্ষতা উন্নয়নে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা করেছে প্রথম আলো ট্রাস্ট। গতকাল ছিল এই আয়োজনের তৃতীয় পর্ব। ২০ জুন ২০২১, রোববার বিকেল ৪টায় জুম অ্যাপে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার বিষয় ছিল ‘ইমপোর্টেন্স অব এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস।’ প্রশিক্ষণ প্রদান করেন ইয়াং প্রফেশনাল ট্রেইনার সাকিব খন্দকার। সাকিব খন্দকার বলেন, ‘প্রায় সকলেরই একটি কমন প্রশ্ন আছে, কোথা থেকে শুরু করব! এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে প্রশ্ন করুন, কোন কাজটা আপনি ভালো পারেন বা বিষয়ে আপনি পারদর্শি। সেটা দিয়ে শুরু করুন। মনে রাখবেন, বিষেশ কোনো দক্ষতা বা জ্ঞান দিয়ে নিজেকে অন্যদের থেকে আলাদা করতে পারবেন।’

ইমপোর্টেন্স অব এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসের উপর প্রশিক্ষণ কর্মশালা।

সম্পূর্ণ বিনা মূল্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে অদম্য মেধাবী জুম অ্যাপে মাধ্যমে অংশগ্রহণ করেন। দেড়-ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণে ‘এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস’ এর প্রয়োজনীয়তা ও অর্জন করার কৌশলসহ নানা খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয় । প্রশিক্ষণে ২৯ জন অদম্য মেধাবী অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী অদম্য মেধাবী শিক্ষার্থীদের কাছে প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাওয়া হলে সবাই উপকৃত হয়েছেন বলে জানান। সাদিয়া ইসলাম বলেন, ‘এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস যে করা উচিত সেটাই জানতাম না। কত সময় আমরা আড্ডা দিয়ে বেড়াই। ওই সময়গুলো আমরা আমাদের দক্ষতা উন্নয়নে নানা এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসের সঙ্গে যুক্ত থাকতে পারি। এটাই আজকে শিখতে পারলাম। শ্রী অঞ্জন দেব বলেন, ‘আজকের প্রশিক্ষণটা আমরা যারা ছাত্র তাদের জন্য খুবই উপযোগী। এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস’করা ইচ্ছাটা বরাবরই ছিলো। কিন্তু আজকের প্রশিক্ষণের মাধ্যমে সেই ইচ্ছাশক্তিটা আরও দ্বিগুণ হয়ে গেলে।।' লাবনী আক্তার ও নূরজাহান আক্তার বলেন,চাকরি ক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতে হলে এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসের বিকল্প নাই। আজকের প্রশিক্ষণের মাধ্যমে এটাই বুঝলাম।’ মাহমুদুল হাসান এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসকে পড়াশোনার পরেই স্থান দেন। এই প্রশিক্ষণ চাকরি প্রার্থীদের সহায়ক হিসেবে দেখেন। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্যদিয়ে প্রশিক্ষণটি সমাপ্ত হয়।

ইমপোর্টেন্স অব এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসের উপর প্রশিক্ষণ কর্মশালা।

প্রথম আলো ট্রাস্টের যে কয়েকটি প্রধান কর্মসূচি রয়েছে, তার মধ্যে অদম্য মেধাবী তহবিল অন্যতম। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সুবিধাবঞ্চিত যে শিক্ষার্থীরা জীবনসংগ্রামের পাশাপাশি লেখাপড়া চালিয়ে কৃতিত্ব অর্জন করেন, তাঁদের শিক্ষাবৃত্তি প্রদান করে এই তহবিল। ইতিমধ্যে ১ হাজার ৩৬জন এই শিক্ষাবৃত্তি পেয়েছেন। যাঁরা এই তহবিল থেকে শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা শেষ করেছেন বা অধ্যয়নরত আছেন তাঁরাই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পান।