‘খ্যাতে ফসল নাই, পকেটে টাকা নাই’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বানভাসি ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। সম্প্রতি নওগাঁর আত্রাই ‍উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বাউল্যাপাড়া এলাকায়।ছবি: প্রথম আলো

গত ২৬ অক্টোবর দুপুরে তিনি বাউল্যাপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনের খোলা মাঠে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেওয়া ত্রাণ নিতে এসেছিলেন তিনি। ওই দিন সেখানে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাউল্যাপাড়া, তারানগর ও শলিয়া গ্রামের বানভাসি ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে দেওয়া ব্যাগে ছিল চাল, ডাল, তেল, লবণ ও মুড়ি। ত্রাণ বিতরণ করেন প্রথম আলো নওগাঁ বন্ধুসভার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি লিনা আলী ও বিষ্ণু কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক ফারহান শাহরিয়ার বাঁধন, স্থানীয় সমাজকর্মী ওমর ফারুক সুমন প্রমুখ।

ত্রাণ নিতে আসা তারানগর গ্রামের জুলেখা বেগম (৪২) বলেন, ‘বানের পানির তোড়ত মাটির বাড়ি ভ্যাঙে যাওয়ার পর রাস্তার ধ্যারত টিনের চালা তুলে আছি। কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই হলেও খাওনের কষ্ট দূর হচ্ছে না। ঘরেত যখন খাবারের জোগাড় থাকে না, তখন ছলপল লিয়ে আধপেটা খ্যায়ে থাকি। এক বেলা চুলা জ্বলে তো, দুই বেলা জ্বলে না।’