কম্বল পেলেন ১০০ শীতার্ত

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন ডোমারের ইউএনও শাহিনা শবনম। গতকাল সকালে
ছবি: প্রথম আলো

মো. আজিম উদ্দিনের বয়স এখন ৯০ বছর। জায়গাজমি নেই। থাকেন অন্যের ভিটায়। ভিক্ষাবৃত্তি করে চলে তাঁর দুই সদস্যের সংসার। তাঁরা শীতে খুব কষ্ট পাচ্ছিলেন। ছেঁড়া কাঁথায় কোনো রকমে রাত পার করছিলেন এত দিন। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিতরণ করা কম্বল পেয়ে তিনি বলেন, ‘দুইটা মাইনষে হামরা চিড়া দাগিলি (ছেঁড়া কাঁথা) উড়ি থাকি। হামার খিব কষ্ট। এই কম্বলখান দিয়া হামার উপকার হইবে। দুইটা মাইনষে শান্তিতে নিন্দির (ঘুমাতে) পারমো।’

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে গতকাল মঙ্গলবার আজিম উদ্দিনসহ ১০০ শীতার্ত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। বেলা ১১টার দিকে খাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন নীলফারামী প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মালেক সরকার, নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য সহিদ আহমেদ, খাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, নীলফামারী প্রথম আলো বন্ধুসভার সভাপতি নিপুন রায় প্রমুখ।

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে পারেন আপনিও। সহায়তা পাঠানো যাবে ব্যাংকের মাধ্যমে।

হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।