বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়
মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সচেতনতামূলক কর্মশালা
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্দেশনায় বশেমুরকৃবি বন্ধুসভা এই কর্মশালার আয়োজন করে।
মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে প্রায় ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এই কর্মশালা হয়।
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্দেশনায় বশেমুরকৃবি বন্ধুসভা এই কর্মশালার আয়োজন করে। আয়োজনে সহযোগিতা করেছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্ট। কর্মশালা চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গিয়াসউদ্দীন মিয়া। কর্মশালা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যা বিষয়ে সমাজে গুরুত্বের অভাব রয়েছে। মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকের কোনো ধারণা নেই। এ কারণে শিক্ষার্থীরা অনেক সময় একাকিত্বে ভোগেন। শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লেও কারও সহযোগিতা চান না। এর কারণে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে।
উপাচার্য মো. গিয়াসউদ্দীন মিয়া বলেন, বশেমুরকৃবি শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়। তবে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করতে সহায়তা করবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ বলেন, শিক্ষার্থীরা পরিবার রেখে বিশ্ববিদ্যালয়ে এসে হুট করে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সমস্যায় পড়েন। এ আয়োজনগুলো তাঁদের সেই সমস্যা কাটিয়ে উঠতে সহযোগিতা করবে।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক মো. মোতাহার হোসেন বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের মানসিক চাপ উপশমে কার্যকর হবে।
এর আগে স্বাগত বক্তব্যে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ করান।
মানসিক স্বাস্থ্য ও মনের যত্ন নিয়ে আলোচনা করেন মনোরোগ বিশেষজ্ঞ আতিকুল হক মজুমদার। মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং মাদক ও ইন্টারনেট আসক্তি রোধে করণীয় বিষয়ে আলোচনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বন্ধু, স্বজন ও পরিবারের ভূমিকা বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মো. মাহবুবুর রহমান।
কর্মশালার শুরুতে বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সৌমিক মাহমুদ এ আয়োজনের পরিপ্রেক্ষিত তুলে ধরেন। কর্মশালা সঞ্চালনা করেন বন্ধুসভার বন্ধু মাহাদী মোস্তফা ও সুরাইয়া এলি। এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক নাইমা সুলতানা, গাজীপুর বন্ধুসভার সভাপতি উম্মে কুলসুম ইস্তিলা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।