যে ১০ নারী ২০২১ সালে অদ্বিতীয়া বৃত্তি পান

দরিদ্রতম পরিবারের প্রথম নারী, যিনি নানা প্রতিকূলতা অতিক্রম করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছেছেন, তাঁদের অনুপ্রাণিত করতে দেওয়া হয় আইডিএলসি ও প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ বৃত্তি। প্রতি বছর ১০ জন শিক্ষার্থীকে দেওয়া হয় এই বৃত্তি। চট্টগ্রাম অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরা এই ‍বৃত্তি পান। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনও তাঁদের আবাসন, টিউশন ফি সুবিধাসহ নানা সুযোগ দেয়।

২০২১ সালে কোন ১০ পেয়েছেন অদ্বিতীয়া বৃত্তি? দেখুন ছবিতে।

১ / ১০
খাগড়াছড়ির হেনা ত্রিপুরা। পরিবারের অসচ্ছলতার কারণে দুই ভাইকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু হেনার মনোবল ছিল শক্ত। এইচএসসির পর অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি নিয়ে স্নাতকে পড়াশোনা করছেন তিনি।
২ / ১০
হবিগঞ্জের চা-বাগান শ্রমিকের সন্তান রিপা সাধু। তিনি ২০২১ সালে অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা করছেন।
৩ / ১০
খাগড়াছড়ির মেয়ে উম্যেচিং মারমা ২০২১ সালে অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি পেয়েছেন।
৪ / ১০
রাঙামাটির মেয়ে সোমাশ্রী চাকমা ওই একই বছর পেয়েছেন অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি।
৫ / ১০
শ্রীমঙ্গলের টিপরাছড়া ছোট্ট বাগানের মেয়ে লিপি শীল ২০২১ সালে অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি পেয়েছেন।তিনিই এই বাগানের প্রথম কোনো মেয়ে, ‍যিনি উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
৬ / ১০
ঢাকার একটি আশ্রয়কেন্দ্রে থেকে এইউডব্লিউতে পড়াশোনার সুযোগ পেয়েছেন রুনা আক্তার। পেয়েছেন অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি।
৭ / ১০
মৌলভীবাজারের কেজুরীছড়া চা বাগান থেকে ঈশিতা গোয়ালার উঠে আসা। অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি নিয়ে তিনিও পড়ছেন এইউডব্লিউতে।
৮ / ১০
হবিগঞ্জের মেয়ে রিংকি ভৌমিক। তাঁর পরিবার চা-বাগানে শ্রমিকের কাজ করেন।২০২১ সালে পেয়েছেন অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি ।
৯ / ১০
মৌলভীবাজারে মেয়ে শিল্পী কৈরী অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করছেন এইউডব্লিউতে।
১০ / ১০
চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে আঁখি আসমা। বাবা সিএনজি চালিয়ে সংসার চালান।আঁখি ২০২১ সালে অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি পেয়েছেন।