প্রথম আলো ট্রাস্টের নতুন কমিটি
প্রথম আলো ট্রাস্টের ২৫ তম বোর্ডসভায় সর্বসম্মতভাবে বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এবং ব্যারিস্টার তানজীব উল আলমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
২২ জানুয়ারি শনিবার সকালে অনলাইনে অনুষ্ঠিত এই সভায় ২০২১ সালের ট্রাস্টের কর্মকাণ্ড ও ২০২২ সালের কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়। বোর্ডের নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর ট্রাস্ট পরিচালনা করবে।
এর আগে দুই মেয়াদে ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন রুপালী চৌধুরী ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার তানজীব উল আলম । ট্রাস্টের কাজ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য বোর্ড সদস্যরা কুতুবউদ্দিন আহমেদকে ধন্যবাদ দেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদায়ী চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ সফলভাবে ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করার জন্য বোর্ড সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
রুপালী চৌধুরী ট্রাস্টের বিভিন্ন চলমান কর্মকাণ্ড যেমন অ্যাসিডদগ্ধ নারীদের সহায়তা, মাদকবিরোধী আন্দোলন, দুর্গম এলাকায় স্কুল প্রতিষ্ঠা, দরিদ্র মেধাবীদের শিক্ষা সহায়তা ইত্যাদি কাজ আরও জোরদার ও বিস্তৃত পরিসরে করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন মতিউর রহমান এবং ট্রাস্টের অন্যসদস্যরা হলেন, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভীন হাসান, এম এম ইস্পাহানী লিমিটেডের পরিচালক জাহিদা ইস্পাহানী, সানিডেইল স্কুলের প্রধান শিক্ষিকা তাজিন আহমেদ, লেখক ও সাংবাদিক আনিসুল হক ও আব্দুল কাইয়ুম।
প্রথম আলো ট্রাস্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী ২০০৯ সালের মে মাসে এটি গঠিত হয়। ট্রাস্ট পরিচালিত হয় জনসাধারণ এবং বিভিন্ন কল্যাণকামী প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায়। প্রথম আলোর দেশব্যাপী সব প্রতিনিধি এবং বন্ধুসভার সদস্যরা এর সব কর্মকাণ্ডে সরাসরি সহযোগিতা করে থাকেন।