প্রথম আলো ট্রাস্টের ৩১ তম বোর্ড সভা অনুষ্ঠিত

প্রথম আলো ট্রাস্টের ৩১ তম বোর্ড সভা আজ ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী।

সভায় গত বোর্ডের আলোচনা ও সিদ্ধান্তসমূহ তুলে ধরা হয় এবং সর্বসম্মতিতে অনুমোদিত হয়। পরে জুলাই ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রথম আলো ট্রাস্টের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের ওপর প্রেজেন্টেশন দেওয়া হয়। প্রেজেন্টেশনের ওপর নানা প্রশ্নোত্তর পর্বের পরে আলোর পাঠশালা, অদম্য মেধাবী তহবিল, অদ্বিতীয়া শিক্ষাবৃত্তি, মাদকবিরোধী আন্দোলন, ত্রাণ তহবিল, সাভার সহায়তা তহবিলসহ চলমান নানা কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। এ ছাড়া ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিশদ আলোচনা হয়। সভায় বোর্ড সদস্যদের সর্বসম্মতিক্রমে বিদায়ী চেয়ারম্যান রুপালী চৌধুরীকে দ্বিতীয় মেয়াদে প্রথম আলো ট্রাস্ট্রের চেয়ারম্যান ( ২০২৫–২০২৭) নির্বাচিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের ট্রাস্টি— তাজিন আহমেদ, ড. পারভীন হাসান,জাহিদা ইস্পাহানি,আনিসুল হক ও ম্যানেজিং ট্রাস্টি মতিউর রহমান। এ ছাড়া প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি কুতুবউদ্দিন আহমেদ অনলাইনে যুক্ত ছিলেন। বোর্ড সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের কর্মীবৃন্দ।