সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন হাসান

হাসান মাহমুদ জিসান।
ছবি: প্রথম আলো।

হাসান মাহমুদ জিসান এবার এইচএসসি পাস করেছেন। এইচএসসিতে তার ফলাফল জিপিএ-৪.১৭। প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা করছেন হাসান। রাজধানীর গুলশান কমার্স কলেজের ছাত্র ছিলেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে সম্মান শ্রেণিতে ভর্তিপরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ও আহত পোশাকশ্রমিক এবং কর্মচারীদের ২০ জনের সন্তানকে মেরিল–প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। তাদেরই একজন হাসান মাহমুদ জিসান।

হাসান মাহমুদ জিসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণিতে ভর্তিপরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।

হাসানের মা জেসমিন বেগম সন্তানকে নিয়ে মহাখালী আই পিএইচ টি.বি গেট এলাকায় থাকেন। তিনি বলেন, সাভার সহায়তা তহবিল থেকে শিক্ষাবৃত্তি না পেলে সন্তানের লেখাপড়া করাতে পারতাম না। বৃত্তির টাকায় ওর লেখাপড়া হচ্ছে। বাড়িতে সেলাইয়ের কাজ করে সংসার চালাই। রানা প্লাজা দুর্ঘটনায় বাবা ফোরকান হাওলাদারকে হারিয়ে হাসান মাহমুদ জিসানের পড়াশোনা বন্ধ হয়ে যায়। মেরিল–প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। হাসান মাহমুদের বাবা ফোরকান হাওলাদার রানা প্লাজা দুর্ঘটনায় নিহত হন। ঘটনার ১৬ দিন পর তাঁকে মৃত উদ্ধার করা হয়। তার বাড়ি বরিশাল জেলার কোতোয়ালী থানার ধোপাকাঠি গ্রামে। ষষ্ঠ শ্রেণি থেকে হাসান মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে বৃত্তি পাচ্ছেন।