‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই’

রাজধানীর মিরপুর শহীদ পুলিশ স্মৃতি কলেজের নবম শ্রেণির ছাত্র ইয়াছিন রহমান মৃদুল।
ছবি: প্রথম আলো।

আমি বড় হয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে অবদান রাখতে চাই। এভাবেই নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে জানালেন ইয়াছিন রহমান মৃদুল।

রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ও আহত পোশাক শ্রমিক এবং কর্মচারীদের ২০ জনের সন্তানকে মেরিল–প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। তাদেরই একজন ইয়াছিন রহমান মৃদুল।

রাজধানীর মিরপুর শহীদ পুলিশ স্মৃতি কলেজের নবম শ্রেণির ছাত্র। রানা প্লাজা দুর্ঘটনায় নিহত আতাউর রহমান মোল্লার ছেলে মৃদুল। মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দিয়াবাড়ী সাটিনওদায় মৃদুলদের বাড়ি । মৃদুলের মা মুক্তা আক্তার জীবিকার তাড়নায় মিরপুরের একটি গার্মেন্টসে চাকরি নেন। সেই সুবাদে শহীদ পুলিশ স্মৃতি স্কুলে পড়াশোনা করছে মৃদুল । পিএসসি পরীক্ষায় মৃদুল জিপিএ-৫ পেয়েছেন।

মানিকগঞ্জে তাদের বসত ভিটা ছাড়া কোনো জমি নেই। কোনো ধরনের উপায় নেই । সার্বিক বিবেচনায় মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে বৃত্তি দেওয়া হয়। প্রথম শ্রেণির থেকেই মৃদুল বৃত্তি পাচ্ছেন।

ইয়াছিন রহমান মৃদুল বলেন, ‘সাভার সহায়তা তহবিল থেকে বৃত্তি পাওয়ায় আমার লেখাপড়া করা অনেক সহজ হয়েছে। চলতি বছর ইদের আগে উপহার পেয়ে আমি খুবই আনন্দিত । প্রথম আলো ট্রাস্ট থেকে সাহায্য সহযোগিতা পেয়ে আমি এবং আমার পরিবার খুব উপকৃত হয়েছি।’