‘মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করব’

গত ঈদে উপহার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে রেদওয়ান।
ছবি: প্রথম আলো।

ঢাকার শুক্রাবাদে অবস্থিত নিউ-মডেল কলেজে আমি স্নাতক শ্রেণিতে ফিন্যান্স বিভাগে পড়াশোনা করছি। নবম শ্রেণিতে ছিলাম তখন থেকে এখন পর্যন্ত আমার পাশে আছে। বেশ কঠিন সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাই । এভাবেই নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে জানালেন রেদওয়ান হোসেন।

মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে রানা প্লাজায় নিহত ২০ পরিবারের ২০ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পাচ্ছেন। রেদওয়ান হোসেন ওই ২০ জন শিক্ষার্থীরএকজন।

রেদওয়ান হোসেনের বাড়ি খুলনা সদর সোনাডাঙ্গায়। বাবা ইউসুফ রানা রানা প্লাজার ৮ তলায় প্রডাকশন ম্যানেজার হিসেবে চাকরি করতেন ।কিন্তু রানা প্লাজা ধসে মারা যান তিনি। ঘটনার ১৩ দিন পর ইউসুফ রানার লাশ পাওয়া যায়। বর্তমানে মা হোসনে আরা ও ছোটবোন রাফসা আক্তারসহ সাভারের রেডিও কলোনি এলাকায় থাকেন রেদওয়ান।

ইউসুফ রানার মৃত্যুর পর পরিবারের রোজগার করার কেউ না থাকায় সমস্যায় পড়ে পরিবারটি। সব বিবেচনায় এনে তাঁর ছেলে রেদওয়ানকে মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলে শিক্ষাবৃত্তির আওতায় নিয়ে আসে প্রথম আলো ট্রাস্ট। শিক্ষাবৃত্তি পেয়ে ২০১৬ সালে জিপিএ-৩.৬৭ পেয়ে এসএসসি এবং ২০১৮ সালে মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে জিপিএ-৩.৬৭ পেয়ে এইচএসসি পাস করেন রেদওয়ান।

রেদওয়ান হোসেনের জানালেন ‘আমার পাশে থেকে আমাকে পড়াশোনার সহযোগিতা করার জন্য এবং ঈদের উপহারটি দেওয়ার জন্য ধন্যবাদ প্রথম আলো ট্রাস্টকে।