‘ডাক্তার হয়ে মানুষের সেবা করব’
রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে আমি ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছি। বেশ কঠিন সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই । ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। এভাবেই নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে জানালেন ফারজানা আক্তার মিম।
মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে রানা প্লাজায় নিহত ও আহত পোশাকশ্রমিকদের ২০ সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। ফারজানা আক্তার মিম ওই ২০ জন শিক্ষার্থীর একজন।
বেশ কঠিন সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই । ডাক্তার হতে চাই।
রানা প্লাজা দুর্ঘটনায় বাবাকে হারিয়ে তাদের পরিবারে আর্থিক সমস্যা দেখা দেয়। মেরিল–প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে শিক্ষাবৃত্তি পেয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। ফারজানা আক্তার মিমের বাবা ফোরকান হাওলাদার রানা প্লাজা দুর্ঘটনায় নিহত হন। ঘটনার ১৬ দিন পর তাঁকে মৃত উদ্ধার করা হয়। তার বাড়ি বরিশাল জেলার কোতোয়ালী থানার ধোপাকাঠি গ্রামে।।
ফারজানার মা জেসমিন বেগম দুই সন্তানকে নিয়ে মহাখালীতে থাকেন। তিনি বলেন, আমি নিজে অসুস্থ। বাড়িতে সেলাইয়ের কাজ করে সংসার চালাই। ‘সহায়তা না পেলে সন্তানদের লেখাপড়া করাতে পারতাম না।
ফারজানা আক্তার মিম জানালেন ধন্যবাদ প্রথম আলো ট্রাস্টকে। ঈদের উপহার পেয়ে ভীষণ আনন্দিত। আমার পাশে থেকে আমাকে পড়াশোনার সহযোগিতা করার জন্য।