রেদওয়ান হোসেনের বাড়ি খুলনা সদর সোনাডাঙ্গায়। বাবা ইউসুফ রানা রানা প্লাজার ৮ তলায় প্রডাকশন ম্যানেজার হিসেবে চাকরি করতেন ।কিন্তু রানা প্লাজা ধসে মারা যান তিনি। ঘটনার ১৩ দিন পর ইউসুফ রানার লাশ পাওয়া যায়। বর্তমানে মা হোসনে আরা ও ছোটবোন রাফসা আক্তারসহ সাভারের রেডিও কলোনি এলাকায় থাকেন রেদওয়ান।
ইউসুফ রানার মৃত্যুর পর পরিবারের রোজগার করার কেউ না থাকায় সমস্যায় পড়ে পরিবারটি। সব বিবেচনায় এনে তাঁর ছেলে রেদওয়ানকে মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলে শিক্ষাবৃত্তির আওতায় নিয়ে আসে প্রথম আলো ট্রাস্ট। শিক্ষাবৃত্তি পেয়ে ২০১৬ সালে জিপিএ-৩.৬৭ পেয়ে এসএসসি এবং ২০১৮ সালে মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে জিপিএ-৩.৬৭ পেয়ে এইচএসসি পাস করেন রেদওয়ান।
রেদওয়ান হোসেনের জানালেন ‘আমার পাশে থেকে আমাকে পড়াশোনার সহযোগিতা করার জন্য এবং ঈদের উপহারটি দেওয়ার জন্য ধন্যবাদ প্রথম আলো ট্রাস্টকে।