খাদিজা আক্তার মিলি এবার এসএসসি পরীক্ষা দেবে

মায়ের সঙ্গে খাদিজা আক্তার মিলি।
ফাইল ছবি।

খাদিজা আক্তার মিলির বাবা মা দুজনেই রানা প্লাজায় কাজ করতেন। ঘটনার ১৭দিন আগে চাকরিতে যোগদান করেছিলেন। এরই মধ্যে ঘটে গেল স্মরণকালের ভয়াবহ দূর্ঘটনা। বাবা রাশেদুল ইসলাম মারা যান। মৃতদেহ নম্বর ৬২৬। মা রোকেয়া পারভীন আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মোটামুটি সুস্থ হয়ে সংসারের হাল ধরেন। বর্তমানে রোকেয়া বেগম এনাম মেডিকেলে ৮ হাজার টাকা বেতনে একটা চাকরি করেন। এই আয় দিয়ে মেয়ের পড়াশোনা খরচ ও সংসার চালানো অনেক কষ্টকর। এমতাবস্থায় মেয়ের পড়াশোনার জন্য শিক্ষাবৃত্তি পেয়ে অনেকটা নির্ভার হতে পেরেছেন। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ কাশালিয়া গ্রামে।

মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে রানা প্লাজায় নিহত ২০ পরিবারের ২০ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পাচ্ছেন।খাদিজা আক্তার মিলি ওই ২০ জন শিক্ষার্থীর একজন।

মা রোকেয়া পারভীন জানালেন , ’খাদিজা আক্তার মিলি সাভার গার্লস স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তার জন্য দোয়া করবেন।’