রায়পুরার হাইরমারার কান্দাপাড়া গ্রামের ৭২ বছর বয়সী দরিদ্র আবদুল আহাদের চার ছেলে। তারা সবাই পরিবার নিয়ে আলাদা আলাদা বসবাস করেন। ছোট ছেলে স্থানীয় কাঁচাবাজারে সবজি বিক্রি করে সংসার চালান, আবদুল আহাদ তার সঙ্গেই থাকেন। নিজের সংসার চালাতে যেখানে হিমশিম অবস্থা, সেখানে তার কাঁধে বয়সের ভারে ন্যুব্জ বাবার ভার।
এই আবদুল আহাদসহ তাঁর মতো স্থানীয় ৬০ জন বয়স্ক নারী-পুরুষকে ঈদ সামগ্রী ও বয়স্ক ভাতা দিয়েছে প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লী প্রকল্প। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর রায়পুরার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে এসব বয়স্ক নারী-পুরুষের হাতে ঈদ সামগ্রী ও বয়স্ক ভাতা তুলে দেওয়া হয়।
এ সময় তাঁদের হাতে ঈদ সামগ্রী ও বয়স্ক ভাতার টাকা তুলে দেন সাদত স্মৃতি পল্লীর প্রজেক্ট অফিসার বেলায়েত হোসেন এবং প্রজেক্ট ইনচার্জ তরিকুল ইসলাম। প্রত্যেকের হাতে এক হাজার টাকার পাশাপাশি ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, কিসমিস, গুড়োদুধ, চাল, মসুরির ডাল ও সয়াবিন তেল একটি প্যাকেটে দেওয়া হয়।
উপহারপ্রাপ্ত এই ৬০ জন বয়স্ক নারী-পুরুষ সাদত স্মৃতি পল্লী থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে নিয়মিত ভাতা পান। ২০১৩ সাল থেকে গত ৮ বছর ধরে স্থানীয় অসহায় ও বয়স্ক ব্যক্তিদের নিয়মিত ভাতা দিয়ে আসছে প্রকল্পটি। এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রকল্পটি পরিচালনা করছে।