সাদত স্মৃতি পল্লীর নানা কার্যক্রম

বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে।

নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লীতে গতকাল শুক্রবার ৬০ জন বয়স্ক মানুষকে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে৷ ষাটোর্ধ্ব এই সকল বয়স্ক দরিদ্র্যদের প্রতি মাসে এক হাজার টাকা করে বয়স্ক ভাতা দেওয়া হয়৷ ভাতা প্রাপক সকলেই হাইরমারা ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার দরিদ্র বয়স্ক মানুষ৷

বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।

এ ছাড়া প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শুক্রবারের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম যেখানে ২৩ জন রোগীকে প্রদান করা হয়েছে বহির্বিভাগ স্বাস্থ্য সেবা। সেই সঙ্গে সকল রোগীকে বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। এই সব সেবা প্রদানে উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লীর শুক্রবারের নিয়মিত ডাক্তার শামসুজ্জামান হাসান৷

ছবি আঁকার ক্লাস হচ্ছে।

তাছাড়া শিশু বিকাশ কেন্দ্রের ছিলো নানা আয়োজন। শিশুদের ধর্মীয় আদব ও শিষ্টাচার শিক্ষার ক্লাস, ছবি আঁকা, নাচ ও গান শেখা, অভিনয় শেখার ক্লাস। কম্পিউটার শিক্ষার ক্লাস ছিলো কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য। সবই বিনা মূল্যে প্রদান করা হয়।

এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।