সাদত স্মৃতি পল্লীতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস স্মরণে নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লীতে আয়োজন করা হয় প্রতিযোগিতামূলক গ্রামীণ খেলা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল বুধবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ইসলামি সংগীত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, গ্রামীণ খেলা 'কার ঝুরিতে কত আম', 'অন্ধের হাঁড়ি ভাঙা' খেলা৷ দুপুরের খাবার বিরতি শেষে দ্বিতীয় পর্ব শুরু হয়। এই পর্বে সংগীত প্রতিযোগিতা ও শিশুদের নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা ও স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার, গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ শিশুদের অভিভাবকবৃন্দ৷ শেষে উপস্থিত অতিথিদের হাত থেকে প্রতিযোগী শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করে৷ অনুষ্ঠানে ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে৷ সাদত স্মৃতি পল্লীর পাঠাগার থেকে সর্বোচ্চ বই পাঠক তিনজন শিশুকে প্রদান করা হয় লাইব্রেরি পাঠক পুরস্কার।
এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।