শিশু-বিকাশ কেন্দ্রে গল্প বলা ও কবিতা আবৃত্তির ক্লাস শুরু হয়েছে
মহামারি করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল সাদত স্মৃতি পল্লী প্রকল্পের যাবতীয় কার্যক্রম। দীর্ঘ আঠারো মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি নির্দেশে ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখে খুলে দেওয়া হয়। সাদত স্মৃতি পল্লীতেও খুলে দেওয়া হয় শিশু-বিকাশ কেন্দ্রটি৷ প্রকল্পের শিশু-বিকাশ কেন্দ্রটি খুলে দেওয়ার পর গত বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে গল্প বলা ও কবিতা আবৃত্তির ক্লাস৷এক ঘণ্টার এই ক্লাসে শিক্ষক একটি শিশুতোষ গল্পের বই থেকে প্রথমে একটি গল্প পড়ে শোনান৷ পরে এই গল্পের কাহিনি থেকে শিশুদের বিভিন্ন প্রশ্ন করেন৷ কখনো পুরো গল্পটাই কাউকে নিজের মতো করে বলতে বলা হয়৷ শিশুরা তখন পুরো গল্পটাই নিজের মতো করে বলে।
পরে শিক্ষক ওই গল্পের বিষয় ও শিক্ষণীয় বিষয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে দেন৷ গল্পের ক্লাসে শিশুরা অনেক আনন্দ পায়৷ একই ক্লাসেই শিশুদের কবিতা আবৃত্তির শেখানো হয়৷ শিশুদের ইচ্ছে মতো যে কোন কবিতা আবৃত্তি করতে দেওয়া হয়৷ অথবা তাদের স্কুলের পাঠ্য বইয়ের কবিতা থেকে আবৃত্তি করতে দেওয়া হয়৷ শিশুরা কবিতা আবৃত্তির সময় উচ্চারণে যেসব ভুল করে থাকে সেগুলোর সঠিক উচ্চারণ শিখিয়ে দেওয়া হয়৷
এ ছাড়া বর্ণমালাগুলো বোর্ডে লিখে সঠিক উচ্চারণ শেখানো হয়৷ কেউ ভুল করলে তাকে সঠিক উচ্চারণটি ধরিয়ে দেওয়া হয়৷ আবৃত্তির ক্ষেত্রে দুটি গ্রুপে ভাগ করা হয়৷ ছোটদের দিয়ে ছড়া আর বড়দের দিয়ে কবিতা আবৃত্তি করানো হয়৷
সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট৷