নরসিংদী দড়ি হাইরমারা গ্রামে প্রতিষ্ঠিত সাদত স্মৃতি পল্লী প্রকল্প থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বয়স্ক ভাতা প্রাপ্ত ৬০ জন বয়স্ককে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে৷ গতকাল ২ এপ্রিল (শনিবার) প্রকল্পে এই আয়োজন করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ২ কেজি মুড়ি, ২ কেজি চিড়া, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর ১ কৌটো করে ট্যাং৷ একই সঙ্গে নিয়মিত ভাতার ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে৷ বয়স্ক ভাতা প্রাপকেরা রমজান মাসে তাদের সুস্বাস্থ্যের জন্য যেন দুধ-কলা বা অন্যান্য ফল-ফলাদি ক্রয় করে খেতে পারেন তার জন্য আরও অতিরিক্ত ১ হাজার করে টাকা প্রদান করা হয়েছে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রকল্পের নিয়মিত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্থানীয় ইউনূস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আলতাব হোসেন৷
চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘আমি অল্প সময় ধরে এই প্রকল্পে স্বাস্থ্যসেবা দিচ্ছি৷ এখানে প্রত্যেকটি সেবা সম্পর্কে জানতেছি আর আপ্লুত হচ্ছি৷ সত্যিই প্রথম আলো ট্রাস্ট-সাদত স্মৃতি পল্লী অসহায় ও দরিদ্র মানুষের পাশে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিষয়টি খুবই সুন্দর৷ এমন উদ্যোগকে স্বাগত জানাই৷ যারা এই বয়স্কভাতা সেবা পাচ্ছেন তাঁরা আসলেই সেবা পাওয়ার যোগ্য৷ আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগকে পরম পাওয়া বলে বিশ্বাস করি৷ সেবা গ্রহীতা ও সেবাদাতা সকলের মঙ্গল কামনা করি৷’
শিক্ষক আলতাব হোসেন বলেন, ‘আমি স্কুলে চাকরির পূর্বে এই প্রতিষ্ঠান সম্পর্কে পজিটিভ অনেক কথাই শুনেছি৷ এই এলাকায় এসে সাদত স্মৃতি পল্লীর কার্যক্রম সম্পর্কে জানতে পেরে খুবই লাগছে৷ আমার কাছে মনে হয়েছে এই প্রতিষ্ঠানটি প্রত্যন্ত চর এলাকার জন্য অবশ্যই আশীর্বাদস্বরূপ৷,
সেবা প্রাপক অসহায় দৃষ্টি প্রতিবন্ধী সমলা (৬৮) বলেন, ‘আমি বহু বছর ধইরা বয়স্ক ভাতা পাই৷ আমার ছেলে-মেয়ে, জামাই কিছুই নাই৷ আমার চলা-ফেরা খুব কষ্টের৷ আমি রোজা রাইক্কা আমনেরার লাইগ্গা আল্লাহর দরবারে দোয়া করুম৷ আমনেরার শইল-গতর যেন ভালা রাহে৷ কুতুব সাবের লাগিও আমরা সব সময় এই দোয়াই করি৷’
আরেক সেবা প্রাপক ইসমাইল মোল্লা (৭৩) জানালেন, রোজার আগেই ইফতারির জিনিস পাইছি৷ আমার ইফতার আর কিনুন লাগতো না৷ এ মাসো ভাতার লগে আরো ১ হাজার টেহাও পাইছি৷ সাবে (কুতুবউদ্দিন আহমেদ) আমরারে দুধ-কলা কিন্না খাইতাম দিছে৷ আমরা সাবে লাগি তার পরিবার আর আত্মীয়স্বজনের লাগি দোয়া করি।’
স্মৃতি পল্লী প্রকল্পটি এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট৷