প্রতি মাসের শুরুতে দেওয়া হয় বয়স্কভাতা

এ মাসের ৩ তারিখে অসহায় মানুষের হাতে এক হাজার টাকা করে ভাতা তুলে দেওয়া হয়েছে।

প্রতি মাসে তালিকাভুক্ত ৬০ জনকে বয়স্ক ভাতা দেওয়া হয়। এ মাসের ৩ তারিখে অসহায় মানুষের হাতে এক হাজার টাকা করে ভাতা তুলে দেওয়া হয়েছে । এ ছাড়াও বছরে চার থেকে পাঁচবার বয়স্কদের প্রকল্পে এনে ভালো মানের খাবার খাওয়ানো হয়। সামনে রোজা। এ উপলক্ষে ইফতারের সামগ্রীও দেওয়া হবে। ঈদে বয়স্ক ভাতাসহ অতিরিক্ত ৫০০ টাকা করে ঈদ বোনাস প্রদান করা হয়। ফলের মৌসুমে বিভিন্ন ধরনের ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এমনটাই জানালেন নরসিংদী সাদত স্মৃতি পল্লী প্রকল্প কর্মকর্তা বেলায়েত হোসেন।

এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট এটি পরিচালনা করছে।

এ মাসের ৩ তারিখে অসহায় মানুষের হাতে এক হাজার টাকা করে ভাতা তুলে দেওয়া হয়েছে

বেলায়েত হোসেন আরও বলেন, প্রতি মাসে ফোন করে বয়স্কভাতা দেওয়ার তারিখ জানানো হয়। কেউ মৃত্যুবরণ করলে তাদের পরিবারকে সান্ত্বনা ও মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত ব্যয় বহন করা হয়। মৃত ব্যক্তির পরিবর্তে তার স্বামী বা স্ত্রী বেঁচে থাকলে তাদের ভাতা প্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়া হয়। অন্যথায় নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়। আট থেকে দশ জন সেবা প্রাপকদের বাড়িতে গিয়ে প্রতি মাসেই ভাতা সংক্রান্ত অর্থের যথাযথ ব্যয়ের তথ্য সংগ্রহ করা হয়।

দড়ি হাইরমারা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার । বয়স ৭৫ বছর। আব্দুস সাত্তারের পারিবারিক অবস্থা ও বয়স বিবেচনায় তাঁকে বয়স্ক ভাতা প্রাপ্তিতে তালিকাভুক্ত করা হয়। এখন তিনি বয়স্ক ভাতা পাচ্ছেন। প্রথম আলো ট্রাস্টের পরিচালনায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পে আব্দুস সাত্তারের মতো তালিকাভুক্ত ৬০ জন বৃদ্ধ অসহায় মানুষকে প্রতি মাসে এক হাজার টাকা করে বয়স্কভাতা দেওয়া হয়।