পাঁচ টাকায় ডাক্তার ও বিনা মূল্যে ওষুধ মেলে

স্বাস্থ্যসেবা নিচ্ছেন একজন নারী।

খোদাদিলা গ্রামের আব্দুল্লাহর বয়স ১৬ বছর । প্রায়ই সকালের দিকে নিজের জন্য ও মাকে ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়ায় আব্দুল্লাহ। কারণ সকাল আটটার মধ্যেই দিনের নির্ধারিত টিকিট শেষ হয়ে যায়। নির্ধারিত টিকিট শেষ হলে ঐদিন আর টিকিট পাওয়া যায় না। এদিকে খোদাদিলা গ্রামটির চারদিক মেঘনা নদী। গ্রাম থেকে বের হওয়ার একমাত্র মাধ্যম নৌকা। কেননা সকাল-সকাল খেয়াপাড় হয়ে এসে পাঁচ টাকায় টিকিট সংগ্রহ করতে না পারলে ডাক্তার দেখানো যাবে না। আব্দুল্লাহর মতো অনেকেই সকালে এসে লাইন ধরেন সাদত স্মৃতি পল্লীতে। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে ডাক্তার দেখিয়ে বিনা মূল্যে ওষুধও পাওয়া যায় ৷ সপ্তাহে তিনদিন তিনজন ডাক্তার প্রায় ১০৫ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

ডাক্তার দেখানোর পর বিনা মূল্যে ওষুধও পান রোগীরা।

নরসিংদীর সাদত স্মৃতি পল্লী প্রকল্প কর্মকর্তা বেলায়েত হোসেন জানালেন, 'আব্দুল্লাহ দরিদ্র বাবা-মায়ের সন্তান। সে তার বন্ধুদের নিয়ে টকদিন খেলা করছিল। খেলনা হিসেবে তারা ব্যবহার করছিল বাড়ির পাশে থেকে কুড়িয়ে পাওয়া ককটেলের খোসা। অনেকগুলো ককটেলের খোসার মধ্যে একটি ককটেল ছিল যা বিস্ফোরিত হয়নি এমন। খেলার ছলে তারা ওটাকে ছুঁড়ে মারলে ককটেলটি বিস্ফোরিত হয়। আর সেই বিস্ফোরণে আব্দুল্লাহর শরীরের একপাশ ঝলসে যায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা করানো হয়। অভাবের কারণে তাকে বার বার ঢাকায় চিকিৎসা করাতে পারে না তার পরিবার। তাই সে প্রায়ই সাদত স্মৃতি পল্লীতে চিকিৎসা নিতে আসে।'

বেলায়েত হোসেন আরও জানালেন, 'স্বাস্থ্যসেবা ছাড়াও এখানে বয়স্ক ভাতা প্রদান, কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামার্শ ও বিনামূল্যে সেনিটারী ন্যাপকিন প্রদান, শিশু পার্ক, শিশু বিকাশ কার্যক্রম, লাইব্রেরি ও শিশু- কিশোরদের জন্য বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়।' বর্তমানে করোনা পরিস্থিতির কারণে প্রকল্পের প্রায় সকল কার্যক্রমই স্থগিত রাখা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু করা হবে সব কার্যক্রম। এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট এটি পরিচালনা করছে।