স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি পল্লীতে গতকাল শুক্রবার ৩০ জন কিশোরী মেয়েকে স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে। প্রকল্পের নিয়মিত চিকিৎসক ডা. শামসুজ্জামান হাসান কিশোরী মেয়েদের তাদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক এ পরামর্শ প্রদান করেন। স্বাস্থ্য পরামর্শ শেষে তাদের স্বাস্থ্য সুরক্ষায় বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন। প্রতি মাসের প্রথম শুক্রবার বিনা মূল্যে এই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। দড়ি হাইরমারা গ্রামের অসহায় ও দরিদ্র কিশোরী মেয়েরা এই সেবা পেয়ে থাকে।
বয়ঃসন্ধি কালীন স্বাস্থ্যসেবা পাওয়া কিশোরী মেয়েরা সকলেই স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন রয়েছে যারা প্রকল্পের শিশু-বিকাশ কেন্দ্রের শিক্ষার্থী।
শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।