কিশোরী মেয়েদের মাঝে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

বিতরণের আগে অপেক্ষারত কিশোরী মেয়েরা।

নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত 'সাদত স্মৃতি পল্লী' প্রকল্প থেকে স্থানীয় দরিদ্র কিশোরী মেয়েদের বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এই কিশোরীরা দড়ি হাইরমারা গ্রামসহ স্থানীয় স্কুল ও মাদ্রাসার ৩০ জন দরিদ্র শিক্ষার্থী৷

কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন প্রকল্পের নিয়মিত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস ঐশী৷ তিনি প্রকল্পে প্রতি শনিবার বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় চিকিৎসা সেবা প্রদান করেন। প্রতি মাসের প্রথম শুক্রবার কিশোরী মেয়েদের মাঝে বিনা মূল্যে এই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়৷ অফিস সহকারী শাহানা বেগম মেয়েদের সঙ্গে বিতরণ কার্যক্রমে মধ্যস্থতা করেন৷ নিয়মিত এই কার্যক্রমের আওতায় গত শুক্রবার ৩০ কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে৷

উল্লেখ্য, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট৷