‘কম্পিউটার শিখে ফ্রিল্যান্সার হতে চাই’

করোনা পরিস্থিতির কারণে সাদত স্মৃতি পল্লীতে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানও বন্ধ ছিল৷ দীর্ঘদিন কম্পিউটার ক্লাসগুলো বন্ধ থাকায় পুরোনো কম্পিউটারগুলো অকেজো হয়ে যায়৷ যার ফলে কম্পিউটার ক্লাস শুরু করা বিলম্বিত হয়৷ সাদত স্মৃতি প্রকল্পের পরিচালক আজিজা বেগম পুরোনো কম্পিউটার সরিয়ে এনভয় গ্রুপের সৌজন্যে তিনটি নতুন কম্পিউটার ক্রয় করে দেন৷ তিনটি কম্পিউটার সমৃদ্ধ ল্যাবেই গত শুক্রবার পুনরায় শুরু করা হহয় গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম৷ শিক্ষার্থী সবাই স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী৷

শিক্ষার্থী জেবিন বলেন,‘ আমাদের আইসিটি ক্লাসে কখনোই কম্পিউটার ধরতে দেইনি৷ আমার খুব ইচ্ছা ছিল কম্পিউটার শিখব৷ বিনা মূল্যে কম্পিউটার শেখার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে৷’

আরেক শিক্ষার্থী রুনা আক্তার বলেন, ‘আমি কম্পিউটার শিখে ফ্রিল্যান্সার হতে চাই৷ আমি আমার পরিবারের অভাব দূর করে সচ্ছলতা ফেরাতে চাই৷

কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।