আরজান আরিশ শিশুপার্ক

নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে সাদত স্মৃতি পল্লি প্রকল্পে একটি শিশুপার্ক আছে। পার্কটির নাম আরজান আরিশ শিশুপার্ক। দড়ি হাইরমারা এলাকার ছোট শিশুদের শারীরিক–মানসিক বিকাশ ও বিনোদনের জন্য এ পার্কে রয়েছে বিভিন্ন খেলার উপকরণ। শিশুদের একসঙ্গে খেলার জন্য পার্কে রয়েছে বড় একটি খেলনা। রয়েছে জাম্পিং, চারটি দোলনা, দুটি ছিছু, দুটি স্লিপার ও প্লে গ্রাউন্ড। প্লে গ্রাউন্ডে শিশুদের জন্য রয়েছে খেলার অনেক উপকরণ।

প্রতিদিন আশেপাশের বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা খেলতে আসে। ৫০ থেকে ৭০জন শিশু খেলতে আসে। অনেক শিশুর সঙ্গে অভিভাবকেরাও আসেন। শিশুপার্কটি খেলার জন্য বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকে। প্রতি সোমবার পার্কটি সাপ্তাহিক বন্ধ। পার্কের নিরাপত্তার জন্য আছেন দুজন নিরাপত্তাকর্মী। তবে করোনা মহামারির কারণে পার্কটি আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শিশুদের জন্য এটি আবার খুলে দেওয়া হবে।

এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রকল্পটি পরিচালনা করছে।