শিশু বিকাশ কেন্দ্রে গল্পের ক্লাস অনুষ্ঠিত

গল্পের ক্লাসে শিশু-বিকাশ কেন্দ্রের শিক্ষার্থীরা।

সাদত স্মৃতি পল্লীর শিশু বিকাশ কেন্দ্রে গল্পের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি  শিক্ষার্থী ইনা একটি গল্প পড়ে শোনান। পঠিত গল্পের যে শব্দগুলো পরিচিত নয় সেসব শব্দের অর্থ শিক্ষক বেলায়েত হোসেন  শিক্ষার্থীদের বুঝিয়ে দেন।  মূলত, শিশুদেরকে গল্প শুনতে ও গল্প পড়তে আগ্রহী করে তোলার লক্ষ্যে সাদাত স্মৃতি পল্লীর শিশু বিকাশ কেন্দ্রে নিয়মিত গল্পের ক্লাস নেওয়া হয়। শিশুরা প্রথমে গল্প শোনে, তারপর সেই গল্পটাই আবার নিজের মতো করে সবাইকে শোনায়। শিশু বিকাশের শিক্ষার্থীরা গল্পের ক্লাসে খুবই আগ্রহী। প্রতি ক্লাসেই তারা নতুন নতুন গল্প শিখে থাকে। নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতি পল্লীর শিশু বিকাশ কেন্দ্রে এই কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হয়।

 উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব‍্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লীর সার্বিক কার্যক্রম পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।