চিত্রনায়িকা ববিতা, চম্পা, সুচন্দা পরিদর্শন করলেন সাদত স্মৃতি পল্লী

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত সাদত স্মৃতি পল্লী পরিদর্শন করেন চিত্রনায়িকা সুচন্দা, ববিতা ও চম্পা। তাঁরা তিন বোন শিশু-বিকাশ কেন্দ্রের শিশুদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা সময় কাটান। গতকাল রোববার নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি প্রকল্পে।

নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি প্রকল্পে ছিল তারার মেলা। গতকাল রোববার প্রথম আলো ট্রাস্ট পরিচালিত সাদত স্মৃতি পল্লী পরিদর্শনে আসেন চিত্রনায়িকা সুচন্দা, ববিতা ও চম্পা। তাঁরা তিন বোন শিশু-বিকাশ কেন্দ্রের শিশুদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা সময় কাটান। এই সময়ে তাঁরা শিশু-বিকাশের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরিবেশনা, নাচ, গান ও শিশুদের অভিনীত নাটক উপভোগ করেন। নিজে হারমোনিয়াম বাজিয়ে 'আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি' গানটি গেয়ে শোনায় শিশু বিকাশের মুন্নি।' ঝিক ঝিক ঝিক...চলে রেলগাড়ি' শোনায় আরেক শিক্ষার্থী সাম্মি।' সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি' সমবেত কণ্ঠে গেয়ে শোনায় সাম্মি, মুন্নি, ইনা, শুভা, তাহিরা ও তিশা।

শিশু-বিকাশ কেন্দ্রের শিশুদের পরিবেশনা ‘ওরাও মানুষ’ নাটকটি উপভোগ করেন তিন চিত্রনায়িকা ও অন্যান্য অতিথিরা। গতকাল রোববার নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের সাদত স্মৃতি প্রকল্পে।

এরপর এশা ও লামিয়া 'হলুদ গাঁদার ফুল' গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। এশা, লামিয়ার নৃত্য দেখে আপ্লুত হয়ে যান অভিনেত্রী সুচন্দা। তিনিও ছোট বেলায় হলুদ গাঁদার ফুল গানের সঙ্গে নেচেছেন বলে জানান। নাচ শেষে বাচ্চাদের কাছে ডেকে আদর করেন, ছবি তোলেন। তারপর দলীয়ভাবে 'এমন সুন্দর দেশ আমার রূপের যার নাই শেষ' গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে মুন্নি, ফাহিমা ও আবির।

শেষ তরিকুল ইসলাম আকাশের রচনা ও নির্দেশনায় পরিবেশিত হয় নাটক ‘ওরাও মানুষ’। নাটকটি সুবিধাবঞ্চিত পথশিশুদের অধিকার বিষয়ক।

শিশু-বিকাশ কেন্দ্রের শিশুদের পরিবেশনা শেষে কথা বলেন একে একে অভিনেত্রী সুচন্দা, ববিতা, চম্পা ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ। সবশেষে প্রকল্পে ঘুরে ঘুরে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তাঁরা এবং প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রশংসা করেন। তারাকাদের কাছে পেয়ে শিশু-বিকাশের শিশু-কিশোরেরা অনেক খুশি ও অনন্দে মেতে ওঠে।

উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।