‘গান গাইতে আমার ভালো লাগে’

গানের ক্লাস হচ্ছে।

নরসিংদীর রায়পুরায় সাদত স্মৃতি পল্লী প্রকল্প শিশু-বিকাশ কেন্দ্রে গান শেখানো হয়। প্রতি শনিবার বিকেলে ২৫ জন শিক্ষার্থী গান শেখে। শিশুদের গান শেখান মোহাম্মদ নজির আহমেদ ।

দড়ি হাইরমারা মডেল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী শুভা আক্তার। নিজে থেকে গানের প্রতি আগ্রহ রয়েছে তার। এই গ্রামের নাজির হোসেন ও শিল্পী বেগমের কন্যা শুভা। প্রশিক্ষক নজির আহমেদ বলেন, শুভা অন্যদের তুলনায় দ্রুত শিখে ফেলে। তার আগ্রহ অনেক।

গানের ক্লাসে শুভা

শিশু-বিকাশের কেন্দ্রের শিক্ষার্থী শুভা জানায়, ‘গল্প দাদুর কাছে শুনেছি আমি/ রূপকথার এক দেশ/ সে যে বাংলাদেশ, বাংলাদেশ...’এই ছাড়া গানটি আমাদের শেখানো হচ্ছে। গান গাইতে আমার ভালো লাগে। এ ছাড়া এখানে দেশাত্মবোধক গান ও ছড়া গান শেখানো হয়।

সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।