স্বাস্থ্য সেবা
ফেব্রুয়ারি মাসে সাদত স্মৃতি পল্লী থেকে স্বাস্থ্য সেবা পেয়েছেন ১৭৬ জন
সাদত স্মৃতি পল্লীর ভেতরে পৃথক কক্ষের সামনে নারী-পুরুষ-শিশু রোগীর সারি। একেক করে রোগী চিকিৎসাকক্ষের ভেতরে যাচ্ছেন। চিকিৎসক সময় নিয়ে রোগী দেখছেন। রোগীকে চিকিৎসাপত্র দিচ্ছেন। চিকিৎসাপত্রের সঙ্গে ছোট ছোট কাগজে ওষুধ লিখে দিচ্ছেন চিকিৎসক। এই কাগজ দেখিয়ে সাদত স্মৃতি পল্লী থেকেই বিনামূল্যে ওষুধ নিচ্ছেন রোগী।
নরসিংদির দড়ি হাইরমারা গ্রামে অবস্থিত সাদত স্মৃতি পল্লীর প্রতি সপ্তাহের চিত্র এটি। গত ফেব্রুয়ারি মাসে ১৭৬ জন রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করেছে সাদত স্মৃতি পল্লী। রোগীদের মধ্যে ৯৮ জন নারী, ২৫ জন পুরুষ ও ৫৩ জন শিশু রোগী ছিল। স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি রোগীদের বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়। দুইজন পুরুষ এবং একজন নারী ডাক্তার নিয়মিতভাবে এই স্বাস্থ্য সেবা প্রদান করছেন।
উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।