নানা কার্যক্রমে প্রতি সপ্তাহ মুখর থাকে সাদত স্মৃতি পল্লী

সাদত স্মৃতি পল্লীতে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয় সংগীতের ক্লাস।

সাদত স্মৃতি পল্লী। মেঘনা নদীর তীর ছুঁয়ে নরসিংদীর দড়ি হাইরমারা গ্রামে প্রতিষ্ঠানটির অবস্থান। প্রতিষ্ঠানটিতে সপ্তাহে তিনদিন পাঁচ টাকায় দেওয়া হয় স্বাস্থ‍্যসেবা। চিকিৎসাসেবা প্রার্থীদের শতভাগ ওষুধ বিতরণ করা হয় বিনা মূল্যে। হাইরমারা ইউনিয়নসহ আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষেরা প্রতি সপ্তাহে সাদত স্মৃতি পল্লীতে ডাক্তার দেখাতে আসেন। সপ্তাহের প্রতি শুক্র, শনি ও রোববার স্বাস্থ‍্যসেবা প্রদান করা হয়।

গত ২৮ জুলাই সাদত স্মৃতি পল্লীতে ডা. শামসুজ্জামান হাসান ৩৪ জন রোগিকে স্বাস্থ‍্যসেবা প্রদান করেছেন। ২৯ জুলাই ডা. ফরিদা পারভীন মুক্তা ৩৩ জন রোগি দেখেছেন। এদিকে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ২৮ জুলাই সকালে সাদত স্মৃতি পল্লীর শিশু–বিকাশ কেন্দ্রে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নৈতিক শিক্ষা ক্লাসের পরপরই শিক্ষার্থীদের নৃত্য, সংগীত,চিত্রাঙ্কন ও কম্পিউটার প্রশিক্ষণের ক্লাস অনুষ্ঠিত হয়।  

২৯ জুলাই সাদত স্মৃতি পল্লীর বিকেল শুরু হয় গল্পের ক্লাস দিয়ে। গল্প পাঠের আসরে প্রথমে শিক্ষার্থীদের একটি গল্প পড়ে শোনানো হয়। পরে শিশুদের গল্পটি আবার বলতে বলা হয়। শ্রেণি শিক্ষক গল্পের শিক্ষনীয় বিষয় নিয়ে আলোচনা করেন।  

উল্লেখ্য, শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের ব‍্যক্তিগত আর্থিক সহযোগিতায় সাদত স্মৃতি পল্লী প্রকল্পটি পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।